জনগণের দাবি মেনে নিয়ে নতিস্বীকার করে সরকারের পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গ্যাস, পানি, বিদ্যুতের লাইন কেটে দেয়ার ভয়ভীতি দেখিয়ে কোন লাভ হবে না। নির্বাচন বর্জনের দাবিতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, দমন নিপীড়ণ করে বিএনপিকে আন্দোলন থেকে দমানো যাবে না। গণতন্ত্রকামী মানুষ রাজপথে অসহযোগ আন্দোলন করছে। আর এ আন্দোলনের মধ্য দিয়েই জনগণ তাদের দাবি আদায় করবে।
এ সময় সরকারকে সব ধরনের সহযোগিতা থেকে জনসাধারণকে বিরত থাকার এবং জাতীয় সংলাপের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বানও জানান বক্তরা।
প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দল মিছিল ও লিফলেট বিতরণ করে।
এসএ/দীপ্ত নিউজ