ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ মার্চ থেকে। সিদ্ধান্ত অনুযায়ী সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা‘ বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৭৩ টাকা, এখন ১০ টাকা কমিয়ে তা ১৬৩ টাকা করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল আগে ছিল ১৬৯ টাকা। তা ১০ টাকা কমিয়ে ১৫৯ টাকা করা হয়েছে।
তবে আপাতত পাম তেলের দাম কমানো হচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশকে পেঁয়াজ দেবে ভারত
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত দামে বিক্রি করা না হলে ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, ভোক্তা অধিকার আইন ও বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সবকিছু রমজানকে কেন্দ্র করে। রমজান শুরু হবে ১১ মার্চ। বাকি সময়টা আমাদের প্রস্তুতির জন্য। আমরা চেষ্টা করব বৈঠকে একটা দামও নির্ধারণ করতে। যে তারিখে কারখানা থেকে তেল বের হবে, সেই তেলের বোতলে নতুন মূল্য মার্ক করা থাকবে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আমদানি শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির নতুন দাম নির্ধারণ করা হবে।
এসএ/দীপ্ত সংবাদ