বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫

সমুদ্র সম্পদ আহরণে একসাথে কাজ করবে বাংলাদেশ মেরিটাইম ও জাতীয় বিশ্ববিদ্যালয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের বড় একটি অংশের মালিকানা রয়েছে বাংলাদেশের। তবে অপার সম্ভাবনা থাকার পরও এই বিশাল জলরাশি থেকে সম্পদ আহরণের সক্ষমতা নেই। এজন্য বিদেশিদের দ্বারস্থ হতে হচ্ছে সরকারকে।

আবার বিশ্বের যেসব দেশ সমুদ্র সম্পদ আহরণের সক্ষমতা অর্জন করেছে, তাদের দক্ষ জনবল সংকট রয়েছে। বাংলাদেশে বিপুল সংখ্যক তরুণতরুণী বেকার থাকলেও দক্ষতার অভাবে তারা আন্তর্জাতিক শ্রম বাজার ধরতে পারছে না।

এমন অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজ শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা প্রদানের লক্ষ্যে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ও জন হপকিন্স ইউনিভার্সিটিসহ দেশবিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথ অংশীদারিত্বের আলোচনা চলছে। এ উদ্যোগে যুক্ত হতে পারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিও।

রবিবার (২৬ অক্টোবর) রাজধানী মিরপুর অবস্থিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত “ব্লু ইকোনমি গ্রোথ ইনিসিয়েটিভস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে গেস্ট অব অনার হিসাবে বক্তৃতায় এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি আরও বলেন, সমুদ্র, পর্যটন ও বিমান খাতসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সারাদেশে তরুণতরুণীদের এসব প্রফেশনাল কোর্সের আওতায় আনতে মেরিটাইম ইউনিভার্সিটির মত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ল্যাবএবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজ’এর মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগযৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টবিভাগ প্রধান সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন।

ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন বলেন, দক্ষ জনবল তৈরিতে দেশের বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।

সেমিনারে “ব্লু হোরাইজনস: লিভারেজিং এআই ফর সাসটেইনবেল ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ’স মেরিটাইম ইকোনমি” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি এক্সিলারেটর ল্যাব বাংলাদেশ হেড অব এক্সপেরিমেন্টেশন ড. রমিজ উদ্দিন, “কোস্টাল অ্যান্ড মেরিটাইম ট্যুরিজম: সাসটেইনেবল ডেভেলাপমেন্ট ইনিসিয়েটিভস ফর বাংলাদেশ” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ও ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ল্যাব উপপরিচালক ড. মো. আনোয়ার হোসেন ভূইয়াঁ এবং ”শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন।

সেমিনারে বিষয়ে প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনি বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ও ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবলিলিটি ল্যাব পরিচালক প্রফেসর ড. মো. আবুদ্দারদা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More