৪২
তীব্র সমালোচনার মুখে অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেট সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সালাহউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে যখন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।