১০ ডিসেম্বর সমাবেশের স্থান পরিবর্তন করলে বিএনপি ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিএনপি বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগে সমাবেশের পর, ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এরইমধ্যে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে, বিএনপি চায় নয়াপল্টনে সমাবেশ করতে। রাজধানীর রাজারবাগে পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে দুটি জায়গায় সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি, সোহরাওয়ার্দী উদ্যান তার একটি। লোক সমাগমের কথা বিবেচনা করেই সোহরাওয়ার্দীতে অনুমতি দিয়েছে সরকার।
সচিবালয়ে অপর এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির মূল উদ্দেশ্য বিশঙ্খলা সৃষ্টি করা। সমাবেশের নামে ‘বিশৃঙ্খলা’ হলে ‘জবাব’ দেয়ার ঘোষণা দেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সচিবালয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
তারা বলেন, বিএনপির সমাবেশের সুবিধার্থে, ছাত্র লীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ এগিয়ে আনা হয়েছে। সরকার রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না।