১৩
আবহাওয়া পরিবর্তনের ফলে গত কয়েকদিন ধরে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃষ্টি হচ্ছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী ও খুলনায় বৃষ্টি হয়েছে। আজ রবিবারও (২৩ ফেব্রুয়ারি) দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানান, রংপুরে বৃষ্টি শুরু হয়েছে। ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এবং আবহাওয়া শুকনো থাকতে পারে।