রাজধানীর সবুজবাগে ট্রাক চাপায় এক পথচারীকে হত্যার ঘটনায় আসামি ট্রাক চালক আল-মামুনকে (৩৫) গ্রেফতার করা হয়। গত সোমবার (৩ এপ্রিল) গাবতলী মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নিহত পথচারী রিপন দাস (৩৫)কিশোরগঞ্জের বাজিতপুর থানার নোয়াকান্দি গ্রামের মৃত যোগেশ দাসের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার (৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টায় বাসাবো অতীশ দীপঙ্কর রোডের হযরত শাহজালাল অটো ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর ট্রাক চালক বেপরোয়া গতিতে পথচারী রিপন দাসকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
তখন থানা এলাকায় এসআই মো. সবুজার আলী দ্রুত সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত রিপনকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিলা রানী দাস(৩০) বাদী হয়ে সবুজবাগ থানায় মামলা করলে এডিসি সবুজবাগ জোন এবং এসি সবুজবাগ জোন শুরু থেকেই ঘাতক ট্রাক জব্দ এবং আসামী গ্রেফতারের জন্য সম্ভাব্য সকল প্রক্রিয়া ব্যবহার করে ট্রাক চালক আসামি মো. আল-মামুনকে (৩৫) গ্রেফতার করে।
আসামি মো. আল-মামুন (৩৫) সাতক্ষীরা জেলার নাকনা গ্রামের রফিকুল ইসলাম সরদারের ছেলে।
আসামির দেয়া তথ্য মতে ঘটনায় সংশ্লিষ্ট ড্রাম ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
এমি/দীপ্ত