মহান স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন দেশটির সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন। তিনি বলেন, ভারত–বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায় অনেকদূর।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের একটি হোটেলে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে মৈত্রী দিবস–২০২৩ উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মৈত্রী দিবস উদযাপনে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে শাস্ত্রীয় ও লোকনৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।
আল/ দীপ্ত সংবাদ