বিজ্ঞাপন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সন্ধ্যা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আপনারা আজ সন্ধ্যার পর থেকেই টের পাবেন আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।

উপদেষ্টা আরও বলেন, ছোটখাটো ঘটনা সবসময় আগেও ঘটেছে, দুএকদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেনজানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে রাতেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস (কার্যক্রম) অনেক বেড়ে গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইস্যুতে মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পদত্যাগ তো পদত্যাগ। অনেকে আমার দাফন করে ফেলেছেন। আমার জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার ফলে জীবিত অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি।

পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন কেন করলেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের পরিস্থিতি হলে আপনারা তো এই রাতে ঘটনাটা জানতেনই পরে। কিন্তু গতকাল (রোববার) আমরা ডাকার আধা ঘণ্টা পর আপনারা হাজির হয়েছেন। আমি জানি আপনারা দিনে ও রাতে কাজ করে যাচ্ছেন। আমরাও যে দিনে ও রাতে কাজ করে যাচ্ছি, এটা বোঝানোর জন্যই এমন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না। দরকার হলে রাতেও ব্রিফ করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশকে আমি যে অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থা থেকে আরও ভালো হয়েছে। তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এটা তারা চেষ্টা করছে। আশা করি আস্তে আস্তে একটা ভালোর দিকে যাবে। 

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More