বঙ্গভবনে আজ সন্ধ্যা ৭টায় শপথ নিবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। এরমধ্যে দুজন টেকনোক্র্যাট। এছাড়া ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা শপথের পর জানা যাবে।
দিনভর গুঞ্জন ও আলোচনার পর রাত সাড়ে ৮টায় জানা গেলো টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাওয়া শেখ হাসিনার মন্ত্রিসভায় কারা থাকছেন। কাঙ্খিত তালিকা থেকে গণমাধ্যমে নাম পড়ে শোনালেন মন্ত্রিপরিষদ সচিব। যাতে ঠাঁই পেয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।
তাতে, মিললো চমকও। অনেকে প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী থেকে হলেন পূর্ণমন্ত্রী। এরমধ্যে আছেন ফরহাদ হোসেন ও মহিবুল হাসান চৌধুরি। আর এবারের ৩৬ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ২০ জন।
নতুন মুখের মধ্যে আছেন– মোহাম্মদ ফারুক খান, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোহাম্মদ এ আরাফাত, আবুল হাসান মাহমুদ আলী, মো. আব্দুস শহীদ, আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, সামন্ত লাল সেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সিমিন হোসেন রিমি, মো. মহিবুর রহমান, রুমানা আলী, মো. শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু ও নারায়ণ চন্দ্র চন্দ।
সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তখনই জানা যাবে মন্ত্রীসভার কার কি দায়িত্ব।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য এবার ৩৭।
আল / দীপ্ত সংবাদ