পটুয়াখালীর কুয়াকাটায় অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকাল ৮টায় সৈকেতর জিরো পয়েন্টে এ গঙ্গাস্নানে মাতে হাজারো সনাতনীরা।
পাপ মোচনের আশায় সনাতনী নারীরা ডাব, তেল, দুর্বা, ধুপ, হরতকী, বহেরা, মোমবাতি ও আগরবাতি সমুদ্রে অর্পন করেন নারীরা। এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত প্রার্থনা, চন্ডীপাঠ ও শ্রীমদ্ভাগবত অনুষ্ঠিত হয়।
এসময় আন্তজার্তিক হরি ভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা প্রানপুরুষ শ্রী শ্রী জয়দেব ঠাকুর, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার উপস্থিত ছিলেন।
যূথী/ দীপ্ত সংবাদ