সদ্য বিদায়ী ২০২৪–২০২৫ অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২০২৪–২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকা। রাজস্ব আদায় হবেনা এমন কোনো আতঙ্ক নেই, রাজস্ব বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা স্বাভাবিক ভাবেই কাজ করছে। এনবিআর‘এর সব বিষয় চলে সরকারের নির্দেশনায়।
‘আস্থার সংকট নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে’ এমন প্রশ্নে মো. আব্দুর রহমান বলেন, সেজন্য আজ কর্মকর্তাদের কাছে চলে এলাম। তাদের অভয় দেওয়ার জন্য। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন; তাহলে আমি মনে করি না তাদের ভয়ের কোনো কারণ আছে।
তিনি আরও জানান, কেউ কেউ বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন। সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া হয় নি।
‘কাস্টমস ডিওটি পেমেন্টগুলো অটোমেটেড চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে’ জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, এতে পণ্য খালাসের জটিলতা কমবে। আর সরকারি কোষাগারে সরাসরি টাকা চলে যাবে। যা আগামী ১ সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু হবে।
উল্লেখ্য, ২০২৩–২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা।
এসএ