বিজ্ঞাপন
রবিবার, অক্টোবর ৫, ২০২৫
রবিবার, অক্টোবর ৫, ২০২৫

সদ্য প্রকাশিত টিআরপিতে শীর্ষে দীপ্ত টিভির নাটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সদ্য প্রকাশিত টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) প্রতিবেদনে দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’ শীর্ষ স্থান অধিকার করেছে। সিরিয়ালটি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ ও রাত ১০:৩০ টায়।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকটি লিখেছেন আসফিদুল হক ও মো. মারুফ হাসান। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরও অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। বিশেষ চরিত্রে দেখা যাচ্ছে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকে। আরও আছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ, সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মৌ।

ডাবড সিরিয়াল ‘সুলতান সুলেমান কোসেম’ আছে টিআরপির দ্বিতীয় স্থানে। এটি প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ১০টায়। তৃতীয় স্থানে রয়েছে মেগা সিরিয়াল ‘মানঅভিমান’, যা প্রচারিত হয় প্রতিদিন রাত ৮টায়।

এছাড়া টিআরপিতে পঞ্চম স্থানে আছে ডাবড সিরিয়াল ‘গুড ডক্টর’। এটি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ও রাত ৮:৩০ টায়। ষষ্ঠ স্থানে রয়েছে মেগা সিরিয়াল ‘রূপনগর’। এটি সম্প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯:৩০ টায়। লিটু সাখাওয়াতের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরও অনেকে।

টিআরপির শীর্ষে থাকার প্রসঙ্গে দীপ্ত টিভির হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন আহমেদ শান্ত বলেন, ‘খুশবু’র প্রোডাকশন ডিজাইন আর গল্পে আমরা এমন কিছু করতে চেয়েছি যা সাধারণত মেগা সিরিয়ালে করা হয় না। আমার মনে হয়, দর্শকরা সেটা বুঝতে পেরেই ‘খুশবু’র প্রতি আগ্রহী হচ্ছেন। এছাড়াও ‘রূপনগর’এর মাধ্যমে আমরা প্রবাসী দর্শকদের বিনোদনের বিষয়টি ভেবেছি। ফলে টিআরপির পাশাপাশি ডিজিটাল ভিউয়ারশিপেও আমরা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি। ‘ড্রামা মানেই দীপ্ত’—এই ভাবনা থেকে আমাদের টিম নিয়মিত কাজ করে চলেছে, যার ফল আমরা সম্প্রতি পেতে শুরু করেছি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More