ফেনী জেলায় সড়ক দুর্ঘটনায় জুলাই আন্দোলনে ভৈরবে নেতৃত্ব দেওয়া সাহসী জুলাই–যোদ্ধা মো. দুর্জয় মিয়া (২২) নিহত হয়েছেন।
শনিবার (১০ মে) ভোর চারটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুর্জয় মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বঁধুনগর, শ্রীনগর ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম ইসমাইল মিয়া। তার গেজেট নং ছিল–১০৬ এবং মেডিকেল কেস আইডি–২৬০৮।
স্থানীয় সূত্রে জানায়, শনিবার ভোরে ফেনীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুর্জয় মারা যান। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.হারুন অর রশিদ জানান, জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন দুর্জয়। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
উল্লেখ্য, ভৈরবে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার। পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন।
এসএ