৮
অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের মতো সচিবালয় অভ্যন্তরে অবস্থিত ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাবেন।
সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত লিখিত নির্দেশনা এ তথ্য দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সচিবালয়ের ক্লিনিকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা পাবেন।
এমতাবস্থায়, সাংবাদিকদের সচিবালয় অভ্যন্তরে অবস্থিত ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এসএ