সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা–সমাবেশ, মিছিল, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনারের নির্দেশে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সোমবার (২৬ আগস্ট) থেকে তা কার্যকর হবে।
ডিএমপি অধ্যাদেশের (অধ্যাদেশ নম্বর–৩/৭৬) ২৯ ধারায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রবিবার রাতে সচিবালয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের একাংশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতারা সচিবালয়ে আনসারদের হাতে জিম্মি হয়ে আছেন– এমন খবর ছড়িয়ে পড়ার পর রাত ৯টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
চলতি মাসের শুরুর দিকে আনসার সদস্যরা তাদের দাবি আদায়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহর আটকে দেন।
দাবি আদায়ে রবিবার দুপুরে সচিবালয়ের গেট বন্ধ করে দেন আনসার সদস্যরা। বিক্ষোভ ছাত্র ও পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় সেনা সদস্যদের।
সুপ্তি/ দীপ্ত সংবাদ