সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দিলে মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি বিচার ও সংস্কার এবং গণ পরিষদ নির্বাচন, আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে। সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন দেয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তাহলে তা অবশ্যই মেনে নেয়া হবে না।
তিনি বলেন, এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য। এরই ধারাবাহিকতা ২০২৪ এর গণঅভ্যুত্থান। আমরা মনে করি যে আমাদের একটি স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার এটা বেহাত হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। আমাদের যাতে সামনের দিনগুলোতে আর রক্ত না দিতে হয় জনগণের এই প্রত্যাশা আজকের দিনে। আমরা গণতন্ত্র, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং ২০২৪ সালেও আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪–এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১–এর যে স্পিরিট সেটা পুনরুজ্জীবিত হয়েছে। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। ফলে ৭১–এ যে সাম্যের কথা বলা হয়েছিল ২৪–এ কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলছি। ফলে যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি করে দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ২৪–এর গণঅভ্যুত্থানকে, ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো সংবিধান আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি ২৪ এর গণঅভ্যুত্থান এবং আমাদের যে ৭১ এর সংগ্রাম, ৪৭ এর আজাদীর লড়াই সব কিছুর ভেতর দিয়েই আমরা যে স্বাধীন সার্বভৌম মনাবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা কেবল আমাদের গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে। আমরা কেবল ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দেই। আমরা দেখতে পাচ্ছি একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে। এই সবকিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ফাটল সৃষ্টি হয়েছে কি না–সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি জাতীয় ঐক্যের সুযোগ এবং যে পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনো সেই পাটাতনেই আছি। তবে এখন বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে। কিন্তু আমরা যদি ২৪ এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে রক্ষা করতে চাই তাহলে আমরা একই পাটাতনে থেকেও আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন রক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি সেই একই পাটাতনে থেকে আমাদের সামনের দিকে এগুতে হবে। আমরা মনে করি না, জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য বিনষ্ট হোক আমরাও চাই না। কিন্তু যদি আমাদের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমাদের জনগণের সংস্কার এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে যদি কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না।