জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক সংস্কারে ঐকমত্য গড়তে কমিশন নমনীয়। দলগুলো কাঠামোগত পরিবর্তনে জোর দিচ্ছে। কমিশনও দলগুলোর মতামত মেনে চলার চেষ্টা করছে। প্রস্তাব সংশোধন করে আবার উপস্থাপন করা হচ্ছে।
সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের দশম দফার আলোচনায় এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, “জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবে বেশিরভাগ দল ভিন্নমত দেয়ায় প্রস্তাব সংশোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে রাষ্ট্রের মূলনীতিতে বহুত্ববাদের প্রস্তাবেও আপত্তি থাকায় তা বাদ দেয়া হয়েছে।”
কমিশনের আহ্বান, রাজনৈতিক দলগুলো যেন অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করেন।
আজকের আলোচনায় উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ৩০টি দল অংশ নেয়। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।