সংস্কারের অভাবে বেহাল দশায় টাঙ্গাইলের দেলদুয়ারের ৪১৩ বছরের পুরনো আতিয়া মসজিদ। দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক এ নিদর্শন রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রাচীন ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া জামে মসজিদ। ষোড়শ শতাব্দীতে মসজিদটি নির্মাণ করেন করটিয়ার তৎকালীন জমিদার সাইদ খান পন্নী। পুরানো দশ টাকার নোটে মসজিদটি স্থান পায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে।
৪১৩ বছর বয়সী প্রাচীন এই মসজিদটির দৈর্ঘ্য ১৮ দশমিক দুই নয় মিটার এবং প্রস্থ ১২ দশমিক এক নয় মিটার। এর দেয়ালের পুরুত্ব দুই দশমিক দুই তিন মিটার। সুলতানি ও মোগল আমলের বৈশিষ্ট্যের এ মসজিদের মিনার ভিন্ন ধরণের। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন বেহাল দশা আতিয়া মসজিদের।
মসজিদটি সংস্কারের বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগকে অবহিত করা হবে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আশা করছেন, প্রাচীন এই ইসলামিক স্থাপনা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।