সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এসময় বক্তারা বলেন, জনগণের ভোট ছাড়া অবৈধভাবে সংসদ গঠিত হয়েছে, ফলে এই সংসদ ও সরকার জনগণের জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারবে না।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ডামি নির্বাচন ও ডামি সংসদ জনগণ প্রত্যাখ্যান করেছে। এই সরকারকে ৫ বছর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের নেতারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করেন। মিছিলটি তোপখানা রোড হয়ে পল্টন মোড়ের কাছে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: দয়াগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল
আল / দীপ্ত সংবাদ