দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন, টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের তিন ভাই। তারা হলেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী এবং স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী।
টাঙ্গাইলে নির্বাচনী আলোচনায়, সিদ্দিকী পরিবারের নাম আসছেই। কারণ এবার ভোটে লড়বেন ওই পরিবারের তিনভাই।
জেলার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, টাঙ্গাইল–৩ ও ৮ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
টাঙ্গাইল–৪ ও ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ছোট ভাই মুরাদ সিদ্দিকী।
থেমে নেই বড় ভাই আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। টাঙ্গাইল–৪ থেকে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।
এর আগে কাদের সিদ্দিকী ২ বার এবং লতিফ সিদ্দিকী ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এখনও সংসদে যেতে পারেননি মুরাদ সিদ্দিকী।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিদেশীরা কোন চাপ দেয়নি: নির্বাচন কমিশনার
আল/ দীপ্ত সংবাদ