দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক দ্বিতীয়বার নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (নড়াইল–২)।
হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল–২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সংসদে হুইপ মাশরাফির কাজ কী?
সাধারণত যে দল সরকার গঠন করে এবং যারা সরকারী দলের পর সবচেয়ে বেশি আসন নিয়ে বিরোধী দলে বসে তাদের দল থেকে আলাদা আলাদাভাবে চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়। তারা মূলত সংসদ অধিবেশন সুশৃঙ্খলভাবে চলতে স্পিকারকে সহযোগিতা করেন।
হুইপরা হলেন দলের এনফোর্সার্স। মানে সংসদে একটা রাজনৈতিক দলের শৃঙ্খলা নিশ্চিত করাই তাদের কাজ। এজন্য তাকেও সংসদের সদস্য হতে হয়। অধিবেশনে দলের সহকর্মীদের উপস্থিত নিশ্চিত করেন তারা। কোনো বিল উত্থাপন করলে সেই বিল পাস করতে দলের পক্ষে ভোট জোগাড় করেন। যে সদস্যরা দলীয় নীতির বিরুদ্ধে ভোট দেন তাদের বহিষ্কারও করতে পারেন হুইপরা।
আরও পড়ুন: হুইপ হয়ে পতাকাবাহী গাড়িতে নড়াইলে মাশরাফি
আল / দীপ্ত সংবাদ