শোবিজের অনেক তারকাই বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির মাঠে নেতৃত্ব দিতে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেক অভিনেত্রী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। যা চলবে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
প্রথম দিনই আ.লীগের ফরম কিনেছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন। এছাড়াও, তানভীন সুইটি, জাকিয়া মুন প্রমুখ ফরম কিনেছেন বলে জানা গেছে।
বগুড়া থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, যেহেতু একজন অভিনেত্রী, আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। বরাবরই নারীদের উন্নয়ন করতে চাই। সেই জায়গা থেকেই যদি সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের জন্য কাজ করব।
নিজ এলাকা কুমিল্লা থেকে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। আর ঢাকা বিভাগ থেকে ফরম নিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কিনলেন অপু বিশ্বাস
অভিনেত্রী শামিমা তুষ্টি মনোনয়ন ফরম নিয়ে সাংবাদিকদের বলেন, আমার বাবা স্বাধীনতার প্রথম পতাকা বহন করেছেন। আমার কাছে মনে হয় আওয়ামী লীগ একমাত্র দল, যারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। এজন্যই আ.লীগের মনোনয়ন প্রত্যাশী।
মনোনয়ন ফরম সংগ্রহ করে চিত্রনায়িকা শাহনূর সাংবাদিকদের বলেন, “আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। নারীদের জন্য কাজ করতে চাই।”
উল্লেখ্য, কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনিসংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে।
এসএ/দীপ্ত নিউজ