দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি।
সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও জানান, স্বতন্ত্র সংসদ সদস্যেরা স্বতন্ত্রই থাকবেন।
আ.লীগ সাধারণ সম্পাদক জানান, সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত বিএনপি। দলটির সরকার উৎখাতের স্বপ্ন ব্যর্থ হয়েছে।
তিনি আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ঝুলে আছে জাতীয় পার্টি !
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক জানান, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদলের আসনে থাকছে জাতীয় পার্টি।
এর প্রতিক্রিয়ায় রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানান, সংসদে তারা সরকারের ভুলত্রুটির সমালোচনা করবেন।
উল্লেখ্য, এদিকে চিফ হুইপের পর সরকার দলীয় হুইপ হচ্ছেন ৫ জন। এরা হলেন, মাশরাফী বিন মোর্ত্তজা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়, চিফ হুইপ পদে বহাল থাকছেন নূর–ই আলম চৌধুরী লিটন।
আরও পড়ুন: বিরোধী নেতাদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
এসএ/দীপ্ত নিউজ