দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ জন নারী সংসদ সদস্যের শপথ আজ। বিকাল সাড়ে ৩টায় তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে বিকেল সাড়ে ৩টায় তাদের শপথবাক্য। এসময় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এর আগে দুপুরে সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই ওই গেজেট জাতীয় সংসদের সচিবালয়ে পাঠানো হয়। গত ২৫ ফেব্রুয়ারি এই ৫০ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মুনিরুজ্জামান তালুকদার।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
আল / দীপ্ত সংবাদ