জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে: ওবায়দুল কাদের
সভায় বাংলাদেশ আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনে ভোট আগামী ১৪ মার্চ। ইতোমধ্যেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এবার সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৪৯ জন আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
এদিকে, আগামীকাল বুধবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেবেন আ.লীগ প্রধান শেখ হাসিনা। গণভবনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এ সাক্ষাৎকার।
এসএ/দীপ্ত নিউজ