কোটা সংস্কার আন্দোলনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪২ জন। এর মধ্যে ৪ জনকে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা ঢাকা মেডিকেলে এসেছেন। এদের মধ্যে পুলিশ–শিক্ষার্থীও রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন সাংবাদিকসহ চারজন। তারা হলেন সাবিব (৩০), সুলাইমান (২৬), জীবন (২৫) ও তারেক (২৫)। তাদের ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত আহত হয়ে ৪২ জন এসেছেন। এদের মধ্যে চারজনকে ভর্তি দেয়া হয়েছে।