নিজেদের অষ্টম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে বল করছে বাংলাদেশ।
আইসিসি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এ ম্যাচে নিজেদের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। এ ম্যাচে বাদ পড়েছেন টাইগারদের অটোচয়েজ পেসার মোস্তাফিজ। একাদশে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় রাখা তানজিম হাসান সাকিব। অন্যদিকে লঙ্কান একাদশেও দুই পরিবর্তন এসেছে।
তৃতীয় বলে চার মেরে শুরু করেছিলেন পেরেরা। কিন্তু তাঁকে টিকতে দিলেন না মুশফিক। প্রথম ওভারেই ব্রেক থ্রু পেল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলটি স্টাম্পের বেশ বাইরে দিয়ে করেছিলেন পেসার শরিফুল ইসলাম। শ্রীলঙ্কান ওপেনিং ব্যাটার কুশল পেরেরা ব্যাট চালিয়েছিলেন। উইকেটকিপার মুশফিকুর রহিম বাম সাইডে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নিয়েছেন। কমেন্ট্রি বক্সে আতহার আলী খানের ভাষায়, টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ সেটি।
প্রথম পাওয়ার প্লের (১২তম ওভার) পরপরই আক্রমণে এসেছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এসেই উড়তে থাকা মেন্ডিসকে ফেরালেন তিনি। সাকিবের ওভারের তৃতীয় বলটি সজোরে হাঁকিয়েছিলেন লঙ্কান এ টপ–অর্ডার ব্যাটার। দেখে মনে হচ্ছিল, বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে তার হাঁকানো শটটি। তবে লগ–অন প্রান্তে তা তালুবন্দি করেছেন শরিফুল। তার পরের ওভারে ফের লঙ্কান শিবিরে আঘাত হানলেন তানজিম সাকিব।
শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৫ ওভারে ৮৪/৩
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ