প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে ওঠুক পরিপূ্র্ণতায়, প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা, অর্জিত হয় যেন ইচ্ছার দৃঢ়তায়। “এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে শিশু ও কমিউনিটির উন্নয়নের ১৭ বছরের পথচলার ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শ্রীবরদী এরিয়া প্রোগ্রাম, নান্দাইল কো–অপারেশন অফিসের আয়োজনে ও শ্রীবরদী উপজেলা পরিষদের সহযোগিতায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড গমেজ, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।
এর আগে অতিথিদের ফুল দিয়ে ও নৃত্য পরিবেশনের মাধ্যমে স্বাগত জানান স্থানীয় আদিবাসী কিশোরীরা। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের ডিপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালম। শ্রীবরদী ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার যোনাস ক্লেরি কস্তা।
ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল অফিসার কফিল উদ্দিন মাহমুদ ও অর্পণা ঘাগড়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মো. আব্দুর রউফ মিয়া, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমূখ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ