গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায়, যুক্তিতর্ক শুরু হচ্ছে ১৬ নভেম্বর। ঢাকার শ্রম আদালত এই তারিখ নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার শ্রম আদালতে হাজির হন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সঙ্গে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো.আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
এই চার বিবাদীর উপস্থিতিতে, তৃতীয় শ্রম আদালতে চলে মামলার কার্যক্রম। এসময় আত্মপক্ষ সমর্থনে, তাদের লিখিত বক্তব্য পড়েন আইনজীবী।
সাংবাদিকদের ড. ইউনূস বলেন, তার কোনো উদ্যোগ ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য ছিল না।
উল্লেখ্য, ২০২১ সালে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে মামলাটি করেন। এতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশ জমা না দেওয়া, কর্মীদের চাকরি স্থায়ী না করা এবং গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।
এসএ/দীপ্ত নিউজ