বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা দিয়েছে দেশের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপ। একইসাথে কাজী মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে ১২ লাখ আট হাজার টাকা দেয়া হয়েছে ফাউন্ডশনের তহবিলে।
বুধবার (৩১ মে) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহীর হাতে পৃথক দুইটি চেক তুলে দেন কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা কাজী রিয়াজুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান এফ এম মনিরুজ্জামান।
প্রতিবছরের ন্যায় কাজী ফার্মস গ্রুপ সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের অর্থ প্রদান করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান শ্রম ও কর্মসংস্থান সচিব। প্রথমবারের মতো সরকারি ফান্ডে লভ্যাংশের চেক প্রদান করে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টেলিভিশন-বিষয়টিকে গণমাধ্যমের জন্য নজির বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা। একইসঙ্গে শ্রম আইনের প্রতি সকল প্রতিষ্ঠানকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
“বাংলাদেশের সকল অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন।” এই রূপকল্পকে ধারণ করে ২০০৬ সালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠিত হয়।
আল/দীপ্ত সংবাদ