জার্মানি জুড়ে একযোগে বিমান, ট্রেন, বাস ও বন্দরকর্মীদের ডাকা ধর্মঘটের কারণে দিনভর ছিল অচলাবস্থা। বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। সোমবার (২৭ মার্চ) দেশটির বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের ডাকা এই ধর্মঘটের কারণে বিপাকে পড়তে হয় দূরপাল্লার যাত্রীসহ চাকরিজীবীদের।
একের পর এক ধর্মঘটের কারণে অস্থির সময় পার করছে জার্মানি। দেশটির রেলওয়ের কর্মীদের সংগঠন ইভিজি ও শ্রমিক সংগঠন ভেরডির বেতন–ভাতা বাড়ানোর দাবি মেনে না নেয়ায় সোমবার সারা দিন চলেনি কোনো দূরপাল্লার ট্রেন। এতে স্থানীয়দের সঙ্গে সবচেয়ে বেশি বিপাকে পড়েন দেশটিতে ঘুরতে আসা বিদেশি পর্যটকরা।
শুধু তা–ই নয়, চব্বিশ ঘণ্টার ডাকা ধর্মঘটে ওড়েনি কোনো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও। বিভিন্ন রুটে বাতিল করা হয় কয়েক হাজার ফ্লাইট। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন কয়েক লাখ বিমানযাত্রী।
অচলাবস্থা ছিল জার্মানির হামবুর্গ বন্দরের নিয়মিত কার্যক্রমেও। পণ্য খালাস ও মালামাল প্রক্রিয়ায় জাহাজগুলো ছিল ঠায় দাঁড়িয়ে। ন্যায্য দাবি মেনে না নিলে সামনে আরও বড় পরিসরে ধর্মঘটের ডাক দেয়ার কথা জানায় সংগঠনগুলো।
এফএম/দীপ্ত সংবাদ