সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এক বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর জয় আসে শরীফুল ইসলামের ব্যাট থেকে।
১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ওভারেই ওপেনার রনি তালুকদারের উইকেট তুলে নেন আফগান পেসার ফারুকি। এরপর লিটন-শান্তরা কেউই ইনিংস বড় করতে পারেনি। লিটন ফেরেন ১৮ রান করে এবং শান্ত ফেরেন ১৪ রান করে। এরপর ম্যাচে বৃষ্টির বাগড়ায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে আফগান পেসার ফারিদ মালিককে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন অধিনায়ক সাকিব।
এরপর হৃদয় ও শামীম পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। শামীম খেলেন ২৫ বলে ৩৩ রানের ইনিংস। হৃদয় অপরাজিত থাকেন ৪৭ রানের ইনিংস খেলে। শেষ ওভারে ৬ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। ঐ ওভারে হ্যাট্রিক তুলে নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেন কারিম জানাত। তবে এক বল হাতে থাকতে শরিফুল ইসলাম চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়।
ম্যাচ সেরা হয়েছেন তৌহিদ হৃদয়। ১৬ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
ইমাম/দীপ্ত নিউজ