কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে‘র আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, শোলাকিয়া ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবারও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ।
তিনি আরও বলেন, ঈদের জামাতে মাস্ক, টুপি ও জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না মুসল্লিরা। ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন ভৈরব–কিশোরগঞ্জ ও ময়মনসিংহ–কিশোরগঞ্জ আসা যাওয়া করবে।
উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের ১৯৮তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে।
এসএ