১৭
দেশের অন্যতম বড় দুই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর ও কিশোরগঞ্জে। এরমধ্যে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবার ১৯৭তম বারের মত অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের জামাত।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া নামাজে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ।
রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে ৬টি ফাঁকা গুলি ছোড়া হয়। দেশের অপর বৃহৎ ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোড়–এ শহীদ বড় ময়দানে। দিনাজপুরসহ আশপাশের জেলাগুলো থেকে মুসল্লিরা এই ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মুসলিম উম্মাদের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।