টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে এখনও বিপাকে বিভিন্ন জেলার মানুষ। মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় তেতুঁলিয়ায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডা আর হিম শীতল বাতাসে বিপাকে নিন্মআয়ের মানুষ। নওগাঁর তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি। জেলা জুড়ে বইছে হিমেল হাওয়া।
এদিকে, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড পরিমাপ করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি।
আরও পড়ুন: উত্তরাঞ্চলে অব্যাহত রয়েছে শৈত্য প্রবাহ
এসএ/দীপ্ত নিউজ