বিজ্ঞাপন
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এএফসি অ২৩ চ্যাম্পিয়নশীপে কখনো মূল পর্বে খেলতে পারেনি বাংলাদেশ। এবার বাছাই পেরিয়ে চূড়ান্ত আসরে খেলার বেশ সপম্ভাবনা ছিল। গ্রুপ পর্বে টানা দুই হারে সেই স্বপ্ন ভেঙ্গে যায় বাংলাদেশের।

শনিবার (৬ অক্টোবর) ইয়েমেনের সঙ্গে ১০ গোলে হেরে যায় বাংলাদেশের অ২৩ দল। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২০ গোলে হেরেছিল বাংলাদেশ। দুই ম্যাচের পর ইয়েমেন এখন ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। আজ দিনের পরের ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম সিঙ্গাপুরকে হারালে তাদেরও পয়েন্ট ছয় হবে।

ম্যাচে ইয়েমেনের জয় আসে ইনজুরি সময়ে। খেলায় নিয়মিত ৯০ মিনিটে গোল হয়নি। ফলে চতুর্থ রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। সেই সময়ে ইয়েমেন ফরোয়ার্ড আব্দুল আল আওমি বাংলাদেশি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে শেষ মুহূর্তে গোল করেন।

শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালে তিন পয়েন্ট পাবে বাংলাদেশ। তিন পয়েন্টে গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ একেবারে ক্ষীণ। সেখানে এগারো গ্রুপের মধ্যে সেরা চার রানার্স আপ হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। ফলে ধরে নেয়া যায় এক ম্যাচ আগেই বাংলাদেশের টুর্নামেন্টের যাত্রা শেষ।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ বল দখল ও আক্রমণে প্রাধান্য দেখালেও দ্বিতীয়ার্ধে তেমনটা পারেনি। ইয়েমেন এই অর্ধে আরো গোছালো ফুটবল খেলেছে। বাংলাদেশের কোচ হাসান আল মামুন দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন করেন। ফাহমিদুল, আল আমিনকে এক সঙ্গে উঠিয়ে নেন। খেলার শেষ দিকে অধিনায়ক মোরসালিনকেও উঠান। আকাশ, তানিল সালিকরা নেমেও খেলা পরিবর্তন করতে পারেননি। অথচ ইনজুরি সময়ে নেমে মাত্র দেড় মিনিটের মাথায় গোল করেছেন ইয়েমেনের ফুটবলার আওমি।

শেষ আট মিনিট এক জন কম নিয়ে খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের বক্সের একটু সামনে ফাউল করেন মজিবুর রহমান জনি। বল দখলের লড়াইয়ে জনি পা বিপদজনকভাবে উপরে উঠিয়েছিলেন। রেফারি তাকে লাল কার্ড দেখালে মাঠ ছাড়েন জনি। একজন কম নিয়ে খেলেও বাংলাদেশ বাকি সময় ভালোই সামাল দিচ্ছিল। কয়েকটি আক্রমণও করেছে। কিন্তু একেবারে শেষ মুহুর্তে আর নিজেদের রক্ষা করতে পারেনি।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ অ২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু ডাগ আউটে দাঁড়াতে পারেননি। সহকারী হাসান আল মামুনই কাজ করছেন। তিনি আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনেছেন।

আগের ম্যাচে কিউবা মিচেলকে শুরুর একাদশে রেখেছিলেন। আজ কিউবাকে একাদশের বাইরে রেখে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে নামিয়েছেন।

আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ গত ম্যাচের মতো এই ম্যাচেও দৃষ্টি কাড়ছেন। লেফট ব্যাক পজিশনের এই ফুটবলার বাংলাদেশের আক্রমণের অন্যতম ভরসা। ডান প্রান্ত থেকে তিনি একাধিক কর্ণার নিয়েছেন। আবার বা প্রান্তে লম্বা থ্রোইন করছেন।

গত ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২০ গোলে হেরেছিল। ম্যাচে পরাজয়ের ব্যবধান আরো অনেক বেশি হতে পারত। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ অসাধারণ সেভ করায় সেটি আর হয়নি। আজ অবশ্য শ্রাবণকে প্রথমার্ধ পর্যন্ত তেমন বড় ধরনের পরীক্ষায় পড়তে হয়নি। ইয়েমেনের নেয়া শটগুলো পোস্টের উপর ও আশপাশ দিয়েই বেশি গেছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More