উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫তম শিরোপার দ্বারপ্রান্তে স্প্যানিম ক্লাব রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিতে বায়ার্ন মিউনিখকে ২–১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী ১ জুন তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
এরআগে পিএসজিকে হারিয়ে ফাইনালে ওঠে বরুশিয়া ডর্টমুন্ড।
ঘরের মাঠে বায়ার্নকে রীতিমতো উড়িয়ে দিবে এমনটাই ভাবছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। তবে ইউরোপিয়ান ক্ল্যাসিকো‘তে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। এরপর দ্বিতীয়ার্ধে পুরো সান্তিয়াগো বার্নাব্যুকে স্তব্ধ করে আলফনসো ডেভিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।
ম্যাচের ৬৮ মিনিটে গোল পেয়ে যায় অতিথিরা। কেইনের লম্বা পাস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে রিয়াল বক্সে ঢুকে কোণা দিয়ে বল জালে জড়ান ডেভিস।
পিছিয়ে পড়ার পরপরই একসঙ্গে দুটি পরিবর্তন করেন রিয়াল কোচ। টনি ক্রুসের বদলি লুকা মদ্রিচ এবং শুয়ামেনির জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামান।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগ ২–২ এ ড্র হয়েছিল। তাই ফাইনালে উঠার লড়াইয়ে দুই দলেরই সমান সুযোগ ছিলো। এমন সমীকরণের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। তাই পিছিয়ে পড়ার পর তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে রিয়ালকে ফাইনালে তোলেন হোসেলু।
খেলার ৮৮ এবং যোগ করা অতিরিক্ত মিনিটে গোল দুটি করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫তম শিরোপার লক্ষ্যে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে হবে ফাইনাল।
আল / দীপ্ত সংবাদ