টেস্টে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার রেকর্ডের সামনে এখন বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে করতে হবে ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট। প্রথম টেস্ট জিতে ২ ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে আছে টাইগাররা।
২ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান, চতুর্থ দিনের শুরুতেই তাসকিনের আক্রমনের শিকার। ২০ রান করা সায়েমকে ফেরান তিনি। এরপর বোলিংয়ে মুগ্ধতা ছড়ান পেসার নাহিদ রানা। একে একে সাজঘরে ফেরান শান মাসুদ, বাবর আজম আর সৌদ শাকিলকে। শেষ দিকে আবরারকে ফিরিয়ে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাম লেখান তাসকিন।
ভয়ংকর হয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ানকে ফেরান হাসান মাহমুদ। পরের বলেই শূন্য রানে ফেরান মোহাম্মদ আলীকে। আর শেষ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ৪৩ রানে ৫ উইকেটের পাশে নাম লেখান এ তরুণ।
সেই সাথে এক ইনিংসের সবগুলো উইকেট নিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়েন বাংলাদেশের পেস বোলাররা। ১৭২ রানে পাকিস্তান অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। জাকির হাসান ৩১ আর ৯ রানে অপরাজিত আছেন সাদমান।
ইশান হাসান/এসএ/দীপ্ত সংবাদ