সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ। পুরো দল এক হয়ে খেলার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে এই জয় লাভ করেছে তারা।
৫০ রানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ এ সিরিজে ভাগ বসাল বাংলাদেশ। ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রান করেন সাকিব এবং বল হাতে নেন ৪ উইকেট। মূলত ইংল্যান্ডের টপ ও মিডল অর্ডার একাই ধসিয়ে দেন সাকিব আল হাসান এবং এতেই ১৯৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ৫০ রানের দাপুটে জয় লাভ করেন বাংলাদেশের ক্রিকেট টাইগাররা ।
হারলে হোয়াইটওয়াশ। জিতলে সিরিজে ভাগ বসানোর সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে সাকিব (৭৫), মুশফিকুর রহিম (৭০), নাজমুল হোসেন শান্তর (৫৩) ফিফটিতে ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, স্বল্প পুঁজি নিয়েও লড়াইয়ের মানসিকতা আবারো বুঝিয়ে দেয়, শেষ অব্দি লড়তে জানেন, সাকিব–মুশফিকরা।
দেশের সাবেক অধিনায়কের মতে, কোন্দল এড়িয়ে এক হয়ে খেলতে পারলে আসন্ন বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ।
সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেন, বোলাররা নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারলেও, ব্যাটাররা পুরোপুরি ব্যাকফুটে। বিশেষ করে তামিম, মাহমুদউল্লাহ‘রা নিজেদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পারেননি খেলতে।
তিনি আরও বলেন, ইংলিশদের বিদায় করে আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানাবে বাঙালিরা। সেখানেও যদি ব্যাটারদের ব্যাট না হাসে, তাহলে ভয়াবহ পরিনতি হবে দলের।
যূথী/দীপ্ত সংবাদ