১৭ কোটি মানুষের বাস এই ছোট্ট ভূখন্ডে। প্রকৃতিগতভাবেই এদেশে অধিক সন্তান জন্মদানের প্রবণতা দম্পতিদের মধ্যে। তবে, স্বাধীনতার পর পরিবার–পরিকল্পনা পদ্ধতি গ্রহণের জন্য উৎসাহিত করা হয়।
তথ্য বলছে, ১৯৭৫ সালে ৮ শতাংশ দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতেন। ২০২২ সালে এই হার হয় ৬৪ শতাংশ। সরকারের ধারাবাহিক কার্যক্রমের ফলেই এই সাফল্য।
তবে সম্প্রতি এই সাফল্য ম্লান হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পরিবার–পরিকল্পনা অধিদপ্তরের তথ্যমতে, মাঠ পর্যায়ে সরকারিভাবে বিনা মূল্যে দেওয়া জন্ম–নিয়ন্ত্রণ সামগ্রীর সরকারি মজুদ শেষ হয়ে আসছে। ফলে বিনামূল্যে বিতরণ কর্মসূচি পড়েছে হুমকির মুখে।
আরও পড়ুন: এবার সুন্নতে খৎনা করাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু
আর এ অবস্থায় সংকটের সুযোগে বেড়েছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম। যা নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
সাভারের পরিবার পরিকল্পনা কর্মকর্তারা মফিজুল ইসলাম বলছেন, স্বল্প–মেয়াদি সামগ্রী কমলেও স্থায়ী পদ্ধতিগুলো রয়েছে।
জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল বলেন, অবস্থার পরিবর্তন না হলে অনিয়ন্ত্রিত গর্ভপাত বাড়তে পারে।
এসব বিষয়ে জানতে চাইলে পরিবার–পরিকল্পনা অধিদপ্তরের কেউ কথা বলতে রাজি হননি।
এসএ/দীপ্ত সংবাদ