আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান মাঠে নেমেছেন সক্রিয়ভাবে।
তিনি বিএনপি কেন্দ্রীয় অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি এবং শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য।
সাম্প্রতি নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে আবু সুফিয়ান কর্মী–সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন, পথসভা ও গণসংযোগ পরিচালনা করছেন।
বুধবার (২২ অক্টোবর) তিনি নকলা ১ নম্বর ডিজিটাল গণপদ্দী ইউনিয়নে গণসংযোগ করেন এবং আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী নালিতাবাড়ী বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়।
গণসংযোগ চলাকালে আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, “আমার লক্ষ্য হলো দলের পতাকা শক্ত হাতে ধরে নকলা–নালিতাবাড়ীর মানুষের আস্থা অর্জন করা। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা।”
মাসউদ/এসএ