শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি এটি উদ্বোধন করেন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন।
পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, চার কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জায়গার উপর ৮হাজার ৮শত ২৬ বর্গফুটের তিন তলা বিশিষ্ট এই ভবন তৈরি করা হয়। এই অফিস চালুর ফলে জেলার ১৫ লক্ষের অধিক জনগণের পাসপোর্ট গ্রহণের ভোগান্তি কমবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ