শেরপুরে আইসিটি বিষয়ক দক্ষতা উন্নয়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছিলো ‘জনউদ্যোগ’ নামে একটি সংগঠন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেষ হয় এই প্রশিক্ষণ পর্ব। জেলা শহরের নিউমার্কেটের ২য় তলায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ শেরপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যন্ড ডেভেলপমেন্ট (আইইডি) প্রশিক্ষণে অর্থায়ন করে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ওয়েব ডেভেলপার আউটসোর্সার মিনহাজ উদ্দিন, কনটেন্ট নির্মাতা ইনামুল হাসান তানভীর, এসএম ইমতিয়াজ চৌধুরী।
প্রশিক্ষণে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, সরকারি–বেসরকারি অনলাইন সেবা প্রাপ্তি, সার্চ ইঞ্জিনের ব্যবহার ও আউটসোর্সিং সম্পর্কে ধারণা দেয়া হয়।
শেষের দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ‘জনউদ্যোগ’ সংগঠনটির স্থানীয় প্রধান শেরপুর পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
স্থানীয় গণমাধ্যমকর্মী হাকিম বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, শিক্ষক ও সংস্কৃতি কর্মী আবু হান্নান প্রমুখ।
এসএ/দীপ্ত নিউজ