চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধ। শেরপুরে এই অবরোধে কোন প্রকার পিকেটিং না থাকলেও আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে শেরপুরের আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর চিত্র ছিলো অনেকটা এরকমই।
শেরপুর বাস কোচ মালিক সমিতির পক্ষ থেকে বাস চালানোর কথা বলা হলেও আজকের অবরোধে একটি বাসও চলেনি সাথে পণ্যবাহী যানবাহনও চলতে দেখা যায়নি। ক্যামেরার সামনে কথা না বলতে চাইলেও বাস মালিক ও শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, বাস চালানোর মতো যাত্রী নেই বলেই বাস চালানো সম্ভব হচ্ছে না। এদিকে আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতেও কানা যাত্রী চোখে পড়েনি।
দূরপাল্লার বাস না চলার কারণে জেলা শহরেও লোকজন ও যানবাহন কম দেখা গেছে। শহরে পরিচিত যানজট সপ্তাহের প্রথম দিনেও দেখা যায়নি। অফিস আদালতেও মানুষজন কম থাকায় কাজ চলছে ধীরগতিতে।
মঞ্জুরুল আহসান/ আল / দীপ্ত সংবাদ