শেরপুর নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্বজনরা জানান, এরশাদ আলীর ঘরে রাইচ কুকারে রান্নার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে তার স্ত্রী তাসলিমা বেগম ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শী স্বজনরা আরও জানান, খবর পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই থানা পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া গৃহবধূর মৃত্যু নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন।
মঞ্জুরুল/এসএ/দীপ্ত সংবাদ