শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

‘শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে, ক্রিকেটারদের নিরাপত্তা উদ্বেগ অযৌক্তিক’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে, ক্রিকেটারদের নিরাপত্তা উদ্বেগ অযৌক্তিক’

বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কায় আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি।

ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, নিরাপত্তার অজুহাত তুলে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নিরাপদে রয়েছেন, তখন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অযৌক্তিক।

সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ‘এটি (ভারতে না যাওয়ার সিদ্ধান্ত) বোর্ড (বিসিবি) থেকে আসেনি। যদি আপনি সংবাদ সম্মেলন দেখেন, ক্রীড়ামন্ত্রী (মূলত উপদেষ্টা) গণমাধ্যমের সামনে বলছেন– এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। কিন্তু বোর্ড সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) তার পাশে দাঁড়ানো। সাধারণত অন্য দেশে ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত বডি এবং রাজনৈতিক ও মন্ত্রণালয়ের সম্পৃক্ততা কেবল কিছু ইভেন্ট আয়োজনের সময় দেখা যায়।’

শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন উল্লেখ করে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যদি নিরাপত্তার প্রশ্ন তোলা হয়, তাহলে সেখানে আন্দোলনের মুখে শেখ হাসিনা আমাদের দেশে চলে এসেছেন এবং নিরাপদেও আছেন, তাই না? আমাদের কেন্দ্রীয় সরকার তাকে ভালো নিরাপত্তা এবং আশ্রয় দিচ্ছে। যদি একটি দেশের (সাবেক) প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারে, তাহলে ক্রিকেটাররা নিশ্চিতভাবে নিরাপত্তা পাবে।’

বাংলাদেশের সিদ্ধান্তে ক্রিকেটাররাই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মনোজ, ‘এটি ক্রিকেটারদেরই ক্ষতি। সকল বাংলাদেশি ক্রিকেটারই দেশের হয়ে সবসময় খেলতে চায় এবং বিশ্বকাপে ভালো পারফর্মের স্বপ্ন দেখে, যা তাদের ব্যক্তিগত ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে। কিন্তু এখন খেলোয়াড়রা কী করবে? এটি তাদের হাতে নেই এবং আইসিসির নির্দেশনাও খুব সহজ– “হয় তুমি খেলবে অথবা সরে যাবে”। কেন বিসিবি এই সিদ্ধান্ত নিলো, আইসিসি চেয়ার‌ম্যান এবং আইসিসি যেখানে অনেক শক্তিশালী? আমরা জানি এই সিদ্ধান্ত বোর্ড নেয়নি, তাদের ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More