বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বেগম জিয়া দেশে, শেখ হাসিনা দেশে নাই। হাসিনার মন্ত্রী–এমপিরা কোথায়? ওরা আজ পালিয়েছে। আমরা কি পালিয়েছি, বেগম জিয়া কি পালিয়েছেন? কিন্তু ওরা পালিয়েছে। ওদের পালিয়ে যেতে হয়েছে। কেন?
শনিবার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এআর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদেরকে এ সরকার, প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করতে হবে। আমাদেরকে এখন অর্থনীতি, বিচার ব্যবস্থ্য, পুলিশ প্রশাসন এবং মিডিয়াকে ঢেলে সাজাতে হবে। সবচাইতে বড় কথা হচ্ছে, ইলেকশান কমিশনকে সাজাতে হবে।
মির্জা ফখরুল বলেন, আমরা ১৫–১৬ বছর ধরে অত্যাচারিত হয়েছি। আমাদের প্রায় ৭০০ মানুষকে গুম করে দিয়েছে। লাকসামের পারভেজ, হিরুকে গুম করে দিয়েছে। ঢাকায় প্রায় ৭০০ লোককে গুলি করেছে। আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে। এমনকি এই আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলে–মেয়েদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। এদের হাত থেকে আমরা এখন মুক্ত হলেও এই যে এখন স্বাধীনতা, এই স্বাধীনতাকে সংহত করতে হবে। এটাকে এখন জোরদার করতে হবে। ছাত্র–জনতার যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যকে আরও শক্ত করে ধরতে হবে।
তিনি আরও বলেন, আমরা এখানে কোনো নির্বাচনের ক্যাম্পেইন করতে আসিনি। আমরা এসেছি আমাদের অনেক ভাইবোন বন্যায় কষ্ট পেয়েছেন, দুর্গত হয়েছেন, তাদের পাশে দাঁড়াবার জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলব না, আমরা বাংলাদেশের কথা বলতে চাই।
আল/ দীপ্ত সংবাদ