শেখ হাসিনা ও আ. লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ও মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকী নিজ বাসভবন ‘সোনার বাংলা‘ হামলা ও ভাঙচুরের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ২৬ বছর শেখ হাসিনার সঙ্গে রাত–দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদের বহু প্রোগ্রাম করতে দেয়নি। তারপরেও যদি সবাইকে আওয়ামী লীগ দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্যবিরোধী আন্দোলন ব্যর্থ ও ধ্বংস করার জন্য এটি কোনো ষড়যন্ত্র কি না?
তিনি বলেন, আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিল। আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয় আমি সব সময় রাজি আছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার আমাকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব দিয়েছে, সম্মান দিয়েছে। আমার মত সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত ব্যক্তির বাড়ি নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষের বাড়ি কীভাবে নিরাপদ থাকে।
সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের কাদের সিদ্দিকী নিজ বাসভবন ‘সোনার বাংলা‘ হামলা করে গাড়ি ও জানালার গ্লাস ভাঙচুর করে একদল দুর্বৃত্ত।
এসএ