বিজ্ঞাপন
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, নিজ দেশে কমিউনিস্ট ও ইহুদিদের ওপর গণহত্যা চালিয়েছিলেন হিটলার। কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছিল। তখন গোটা বিশ্ব বলেছিল, আর যেন এমন দানবের আগমন না ঘটে। নেভার এগেইন বলার উদ্দেশ্যই ছিল এ ধরনের গণহত্যা কখনো যেন আর না হয়। সেই প্রেক্ষাপট থেকেই বলেছি শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জুলাইআগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতেও জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনের বরাতে এমন বর্ণনা তুলে ধরেছেন এই সাক্ষী।

ব্রিফিংয়ে মাহমুদুর রহমান বলেন, হিটলারের মতো শেখ হাসিনার ক্ষমতা ছিল না। কিন্তু মানসিকতায় তাকে ছাড়িয়ে গেছেন তিনি। কেননা মানুষ হত্যার পর লাশ গুম করে ফেলার কথা হিটলারও কোনোদিন বলেননি। কাজেই মানসিক দিক থেকে হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হাসিনা। তাই আমিও বাংলাদেশে নেভার এগেইনবলতে চাই। শুধু হাসিনা বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ নয়, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন এ দেশে কখনো না আসে। একইসঙ্গে বাংলাদেশের যাত্রা যেন গণতন্ত্রের দিকে হয়।

তিনি বলেন, আমি পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে বলেছি, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন। তাদের দুষ্কর্ম থেকে শিক্ষা নেবেন। যেভাবে তারা রাষ্ট্রকে ধ্বংসের পাশাপাশি দুর্নীতি করেছে, তা থেকে পরবর্তী সরকারের শিক্ষা নেওয়া উচিত। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবেন তারা যেন শেখ হাসিনার মতো গণবিচ্ছিন্ন হয়ে আবার জুলুমের পথ বেছে না নেয়।

জবানবন্দিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানশিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বরাত দেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, সারাবিশ্বে সাড়া ফেলা ওই প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান আজিজ আহমেদ ও শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুর্নীতি আর মানবতাবিরোধী অপরাধের বর্ণনা রয়েছে। কোনো ফ্যাসিস্ট রেজিম কিংবা অটোক্রেটিক রেজিম গণতান্ত্রিক উপায়ে অপসারিত করা সম্ভব হয়নি বলে আমরা পৃথিবীর ইতিহাস থেকে জানতে পেরেছি। মধ্যপ্রাচ্যে মিশরতিউনিশিয়ায় গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন দেখেছি। বাংলাদেশেও ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইতালিজার্মানিতে ফ্যাসিস্ট শাসক মুসোলিনি ও হিটলারের পতন হয়েছিল।

এই সাক্ষী আরও বলেন, আমি গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদের উত্থান, বিকাশ ও পতন প্রত্যক্ষ করেছি। এই বিষয়ে অনবরত লেখালেখির পাশাপাশি বিভিন্ন সভাসেমিনারে বক্তব্য দিয়ে জনগণকে অবহিত করার চেষ্টা করেছি। জুলাই গণহত্যার পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ায় রাষ্ট্রের একজন বর্ষীয়ান নাগরিক হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করা নিজের কর্তব্য মনে করেছি। সেই সহযোগিতার অংশ হিসেবে আমি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছি। আমি চাই অপরাধীরা যেন সাজা পান, যেন ন্যায়বিচারের মাধ্যমে শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের শোক কিছুটা হলেও লাঘব হয়।

এ ছাড়া, ফ্যাসিস্ট শাসনের বিষয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতের সরকারগুলোও সতর্ক হবে বলে আমি প্রত্যাশা করি। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে বলা হয়েছিল নেভার এগেইন, বাংলাদেশেও এই বিচারের মাধ্যমে নিশ্চিত হোক যেন গত ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হয়।

এদিন, বেলা পৌনে ১২টা থেকে মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অবশিষ্ট সাক্ষ্যের পর তাকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তবে জেরা শেষ না হওয়ায় আগামীকাল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More